• [english_date] , [bangla_date] , [hijri_date]

জুড়ীতে জরুরি মৎস্য খাদ্য সহায়তা বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত January 8, 2021
জুড়ীতে জরুরি মৎস্য খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে করোনাভাইরাস ও বন্যা মোকাবেলায় মৎস্য চাষীদের মাঝে জরুরি মৎস খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক,
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার, প্রকল্প কনসালটেন্ট আবুল হাসনাত,সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মাখন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
সভা শেষে ১৫০ জন মৎস্য খামারীদের মধ্যে জরুরী মৎস্য খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে যাতায়াত ভাড়া বাবদ ১০০০/-টাকা ও চার বস্তা মৎস্য খাদ্য প্রদান করা হয়।

বার্তা সম্পাদক / হাকালুকি

Sharing is caring!

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031