• [english_date] , [bangla_date] , [hijri_date]

বড়লেখায় সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন: সভাপতি জিল্লুর, সম্পাদক ফরহাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত March 6, 2021
বড়লেখায় সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন: সভাপতি জিল্লুর, সম্পাদক ফরহাদ

নিজস্ব প্রতিবেদক :: আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। একটি সোনার বাংলা গড়তে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তাহা এখন শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ।শেখ হাসিনা যেদিন বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন, সেদিন খালেদা জিয়া বলেছিলেন, এটা আবার কি? আজ বড়লেখা থেকে মুক্তিযুদ্ধা সিরাজ ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন। কথা বলে আবেগ আপ্লূত হয়ে গিয়েছিলেন। এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে সম্ভব হয়েছে। আজ দেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। ২০৪১ সালে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আজ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করবে,কারণ প্রতিটি ইউনিয়ন আজ ডিজিটাল ইউনিয়নে পরিণত হয়েছে। আজ পদ্মা সেঁতু নির্মাণ করা হয়েছে। খালেদার আমলে এ দেশে মুক্তিযোদ্ধারা ভিক্ষা করেছিলো। শেখ হাসিনা আজ মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা ঘোষণা দিয়েছেন। বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা সহ সরকার মানুষের ঘরে ঘরে সকল সুযোগ প্রদান করে দিয়ে যাচ্ছে।তিনি আরও বলেন, জামাত বিএনপির জ্বালাও পোড়াও আপনাদের মনে আছে। মুক্তিযোদ্ধা সিরাজ ভাইয়ের বাড়ীতে তারা হামলা করেছে। হামলাকারীদের কে স্বেচ্ছাসেবকলীগ প্রতিহত করতে হবে। আপনারা ওয়ান ইলেভেন দেখেছেন? জুড়ী বড়লেখায় আমাদের অনেক নেতাকর্মী কে ক্যাম্পে ধরে নিয়ে সেনাবাহিনী নির্যাতন করেছেন। নির্যাতনের কথা ভুলে গেলে চলবেনা। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে সবসময়।শেখ হাসিনার বিরুদ্ধে আজ ও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আহ্বান জানান। পরিবেশ রক্ষা করতে টিলা কাটা যাবেনা।টিলা কাটা সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। হাকালুকি হাঁওর, জুড়ী নদী, সোনাই নদী ভরাট হয়ে পরিবেশ বিনষ্ট হয়েছে।আমরা পর্যায়ক্রমে সব নদী খনন করব। বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রন্ঞ্জন গুহ বলেন,সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।স্বেচ্ছাসেবকলীগ আওয়ামীলীগের একটি ব্যতিক্রমধর্মী সংগঠন।শেখ হাসিনা সেবা করছেন,আর আমরা তার ভ্যানগার্ড হিসেবে কাজ করছি।স্বেচ্ছাসেবকলীগের সুশৃঙ্খল রাজনৈতিক অবস্হা দেখে সারাদেশে ছাত্রলীগের সাবেক নেতাকর্মী স্বেচ্ছাসেবকলীগের প্রতি আকৃষ্ট হচ্ছে। সারা দেশে স্বেচ্ছাসেবকলীগ একটি সু সংগঠিত সংগঠন। দীর্ঘদিন আওয়ামীলীগ ক্ষমতায় আছে। এই ধারাকে ধরে রাখতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দ কে উদ্দেশ্য করে বলেন,যারা দলের জন্য কাজ করে তাদেরকে মুল্যায়ন করতে হবে। তৈলবাজদের কে প্রতিহত করতে হবে।যার কাজ ভালো তাকে দলে মুল্যায়ন করবেন। চেহারা দেখে তৈলবাজদেরকে প্রশ্রয় দিবেন না। এখন সোস্যাল মিডিয়ার যুগে আপনারা দলের কোনো নেতাকর্মীকে নিয়ে ফেইসবুকে লেখালেখি করবেন না। এ ব্যাপারে স্বেচ্ছাসেবকলীগ কঠোর ব্যবস্হা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। অতএব আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ফেইসবুক সোস্যাল মিডিয়ায় তুলে ধরবেন।
আজ শুক্রবার(৫ মার্চ) বিকেল ৫ টায় জেলা পরিষদ মিলনায়তন, বড়লেখায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এড. জিল্লুর রহমান এঁর সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমদ জুয়েল এর পরিচালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবু সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্বা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্বা সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর,বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী।
উপস্হিত ছিলেন কমলগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আজাদুর রহমান আজাদ পিপি, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েছ,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মিন্টু, সুনামগন্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অনু, বড়লেখা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনি, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহবুব আলম জলিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া, উপজেলা তাতীলীগের আহবায়ক মহি উদ্দিন গোলজার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিফতা উদ্দিন।সভা শেষে এড. জিল্লুর রহমান কে সভাপতি, ফরহাদ আহমদ কে সাধারণ সম্পাদক করা হয়।

সিরাজুল ইসলাম / হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031