• [english_date] , [bangla_date] , [hijri_date]

জুড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত March 17, 2021
জুড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙ্গিন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বুধবার (১৭ মার্চ) সকালে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাছিন আহমেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, মেডিকেল অফিসার সুনিমল চন্দ, আওয়ামীলীগ নেতা মাসুক আহমেদ, আব্দুল কাদির দারা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, শাহখাকী আলীম মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা শিক্ষা অফিসার মনোতোষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, সহকারী শিক্ষক আব্দুস শহীদ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ,জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ কবির উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমান, দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা আহমদ আল আজাদ সোহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারন সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, ছাত্রলীগ নেতা আরিফ আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করার এখনই উপযুক্ত সময়। বঙ্গবন্ধু আজীবন অবহেলিত মানুষের পক্ষে কাজ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এমএইচ/হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031