• [english_date] , [bangla_date] , [hijri_date]

জুড়ীতে মরহুম নুরুল ইসলাম ফয়েজের মৃত্যুবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
প্রকাশিত March 9, 2021
জুড়ীতে মরহুম নুরুল ইসলাম ফয়েজের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :: সমাজসেবক মরহুম নুরুল ইসলাম ফয়েজের ১০ম মৃত্যুবার্ষিকীতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দুঃস্থ শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

ফয়েজ‌ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২৫ জন ক্ষুদে শিক্ষার্থীর ভালোবাসা, মেধা, বুদ্ধি, ইচ্ছা আর আগ্রহে তৈরি একটি ছোট্ট পরিবার।
এফডব্লিউএফ সবসময় চেয়েছে এই উপজেলার সার্বিক উন্নয়নে নতুন করে কিছু করার, চেষ্টাও করে চলেছে সাধ্যমতো।
সমাজ এবং সমাজের মানুষজনদের নিয়েই এই উপজেলার একজন মানুষ তার জীবন বিলিয়ে দিয়ে গিয়েছিলেন। যিনি হলেন নুরুল ইসলাম ফয়েজ। ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তার নামেই দেওয়া। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার কাজগুলো থেকে গেছে আমাদের অনুপ্রেরনা হিসেবে। এফডব্লিউএফ করোনাকালীন সময়ে সৃজনশীল বিভিন্ন ইভেন্টের মাধ্যমে জুড়ী উপজেলার পিছিয়ে পড়া পরিস্থিতির পাশে থাকার চেষ্টা করেছে। এফডব্লিউএফের সদস্যদের ‌ইচ্ছা ছিলো অসহায় শিশুদের সাথে একদিন খাওয়া দাওয়া করার। গুটি গুটি পায়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠার আট মাসে এসে পৌছেছে এফডব্লিউএফ এবং নুরুল ইসলাম ফয়েজের জীবনে সমাজসেবামূলক কাজকে সম্মান করে তাঁর ১০ম মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ করে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজ ৫০ জন দুস্থ শিশুর মধ্যে দুপুরের খাবার বিতরন সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ফয়েজের পরিবারের সদস্যবৃন্দ,ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও জনাব নুরুল ইসলাম ফয়েজের বড় ভাই জনাব মাহবুবুল ইসলাম কাজল, ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও নুরুল ইসলাম ফয়েজের ভাইঝি পারিজাত চন্দ্রাননা অর্চি,সহ-সভাপতি মাহমুদা ইসলাম নাঈমা, কোষাধ্যক্ষ জয়ন্ত চাষা, সহকারী কোষাধ্যক্ষ সুপার্থ দাশ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহি, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন জুহী, কার্যকরী সদস্য তামিম জামান ও নাসিরুল ইসলাম সালমান।

এএএম/এইচএন

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031