• [english_date] , [bangla_date] , [hijri_date]

স্বাধীনতা শিক্ষক পরিষদ মৌলভীবাজার জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন

নিউজ ডেস্ক
প্রকাশিত January 28, 2021
স্বাধীনতা শিক্ষক পরিষদ মৌলভীবাজার জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন

স্বাধীনতা শিক্ষক পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডঃ আব্দুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু।

২৮ জানুয়ারি অনুমোদন করা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শ্রীমঙ্গল দ্বারিকাপাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মঞ্জুরুল হক এবং সদস্য সচিব কুলাউড়া ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ আলী শামীম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান (অধ্যক্ষ সৈয়দ শাহ মোস্তফা কলেজ, মৌলভীবাজার), যুগ্ম আহবায়ক মোঃ জহির উদ্দিন (অধ্যক্ষ, শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা ডিগ্রী কলেজ, জুড়ী)।

আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম (মাওলানা তোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজ, রাজনগর), সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আহাদ (সুজা মেমোরিয়াল কলেজ,কমলগঞ্জ), পান্না লাল (আসিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল), মোঃ আবুল মনসুর (অধ্যক্ষ, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, কুলাউড়া), মোঃ হুমায়ুন কবির (প্রধান শিক্ষক, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, কুলাউড়া), মোঃ শাহেদ আলী (প্রধান শিক্ষক, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়, কুলাউড়া), অয়ন চৌধুরী (প্রধান শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল), রজত শুভ্র চক্রবর্তী (দ্বারিকা পাল ডিগ্রি কলেজ, শ্রীমঙ্গল), প্রভাষক অসীম কুমার রায় (আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, সিলেট), সহকারী অধ্যাপক রুমা ধর তৃষ্ণা (সৈয়দ শাহ মোস্তফা কলেজ, মৌলভীবাজার), রতীশ চন্দ্র দাস (প্রধান শিক্ষক, জাফরনগর উচ্চ বিদ্যালয়, জুড়ী), মোঃ শওকত আলী (ফকিরা বাজার দাখিল মাদ্রাসা, বড়লেখা), প্রভাষক জলি রানী দাস (আলহাজ্ব মোখলেসুর রহমান ডিগ্রি কলেজ, মৌলভীবাজার), প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক (ভাটেরা স্কুল এন্ড কলেজ, কুলাউড়া), সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ (মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজ, রাজনগর), রীতা দত্ত (বিটিআরআই উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল), অধ্যক্ষ দিল আফরোজা বেগম (শ্রীমঙ্গল), প্রভাষক আবদুল আহাদ (রাজনগর), মোঃ আব্দুস শহীদ আজাদ (পাল্লাকান্দি-লংলা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া), প্রভাষক জহিরুল ইসলাম সরকার (জুড়ী), প্রভাষক ফারিহা হাসান (সৈয়দ শাহ মোস্তফা কলেজ, মৌলভীবাজার), আনোয়ার আহমদ (জগৎশী গোপালকৃষ্ণ স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার), প্রভাষক সিদ্দিকুর রহমান (জগৎশী গোপালকৃষ্ণ স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার), দীপক দত্ত ( সহকারী প্রধান শিক্ষক, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার), প্রভাষক বিজয় দেবনাথ ( জগৎশী গোপালকৃষ্ণ স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার), প্রভাষক জাকির হোসেন (জগৎশী গোপালকৃষ্ণ স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার), মিলি রাণী ভট্টাচার্য (আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার)।

সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি ও উপজেলা কমিটি গঠন পূর্বক জেলা সম্মেলন করার শর্তে উক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এদিকে স্বাশিপ মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডঃ আব্দুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ৷

সম্পাদক/হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031