• [english_date] , [bangla_date] , [hijri_date]

যুক্তরাষ্ট্রে করোনা রোগী ৮০ লাখের বেশী

নিউজ ডেস্ক
প্রকাশিত October 13, 2020
যুক্তরাষ্ট্রে করোনা রোগী ৮০ লাখের বেশী

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী এই ভাইরাস থাবাটা শক্ত করেই বসিয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও দেশটিতে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি।

সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের আশপাশেও নেই কোনো দেশ। এরই মধ্যে দেশটিতে করোনা রোগীর সংখ্যা প্রায় ৮০ লাখে পৌঁছেছে। আর মারা গেছেন প্রায় ২ লাখ ২০ হাজার মার্কিনি।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৯১ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ১৯ হাজার ৬৯৫ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ২৮ হাজার মার্কিনি।

সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রায় ৭১ লাখ ২০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজারের বেশি মানুষ। তবে মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।

করোনা সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে প্রায় ৫১ লাখ মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫শর বেশি মানুষ।

এ ছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৩ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু ছাড়িয়েছে পৌনে ১১ লাখ।

এমএইচ/হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031