• [english_date] , [bangla_date] , [hijri_date]

নীরবে বিদায় নিলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক বোসম্যান

নিউজ ডেস্ক
প্রকাশিত September 14, 2020
নীরবে বিদায় নিলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক বোসম্যান

‘দেয়ার ইজ নো প্লেস টু ডাই
অ্যান্ড ইউ ক্যান সি, আ’ম নট ডেড।’

বড় পর্দায় এভাবেই বলেছিলেন মারভেল সিনেমাটিক ইউনিভার্সের সর্বজন প্রিয় নায়ক ‘ব্ল্যাক প্যান্থার’, ওরফে কল্পরাজ্য ‘ওয়াকান্ডা’র রাজা টুক্যালা রুপী ‘চ্যাডউইক বোসম্যান’। গত চার বছর থেকে ক্যানসারে ভুগে গত ২৮ আগস্ট মাত্র ৪৩ বছর বয়সে নীরবে বিদায় নিলেন বিশ্বের রঙ্গমঞ্চ থেকে।

ক্ষণজন্মা এই শিল্পী তার অভিনীত ‘ব্ল্যাক পান্থার’ এর জন্যই বেশী জনপ্রিয়। আফ্রিকা মহাদেশের আদলে কল্পরাজ্য ওয়াকান্ডার সুপারহিরো রাজা যাকে সবাই আখ্যা দেয় ‘এ ট্রু কিং’, যার আফ্রিকান টানে ইংলিশ ডায়লগগুলো মনে দাগ কাটে মুহূর্তেই। তাঁকে আর পর্দায় দেখা যাবে না।

স্টেজ ৩ কোলন ক্যান্সার নিয়েই কাজ করেছেন ২০১৮ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ব্ল্যাক প্যান্থারে। নিজের রোগ বা এর চিকিৎসার বিষয়ে জনসম্মুখে কখনও কিছু বলেননি বোসম্যান। অনেকটা নীরবেই তিনি এই দুরারোগ্য রোগের যন্ত্রণা ভোগ করেছেন।

ব্ল্যাক প্যান্থার ছাড়াও আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এসবের মধ্যে রয়েছে দা ফাইভ ব্লাডস, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, ম্যাসেজ ফ্রম কিং, গডস অব ইজিপ্ট, কিং হোল এর মত অসাধারণ সব ছবিতে।

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031