• [english_date] , [bangla_date] , [hijri_date]

জুড়ী ফুলতলা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত January 22, 2021
জুড়ী ফুলতলা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২১ ব্যালটের মাধ্যমে সুষ্টভাবে সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার(২১শে জানুয়ারী) সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে মোট ভোটার ৩৪২ জনের মধ্যে ৩৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১ টি পদে সরাসরি ভোটযুদ্বে ২৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, ফুলতলা ইউনিয়নে চেয়ারম্যান ও জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন, তারা হলেন-
সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ বেলাল উদ্দিন আনারস প্রতিকে ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান সভাপতি মোঃ তাজুল ইসলাম চেয়ার প্রতিকে পেয়েছেন ৯১ ভোট।অপর প্রার্থী মোঃ মাসুক মিয়া ছাতা প্রতিকে পেয়েছেন ৪২ ভোট।
সহ সভাপতি পদে মোঃ মঈন উদ্দিন ছদরী মই প্রতিকে ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুল খালিক দেয়ালঘড়ি প্রতিকে পেয়েছেন ১০৫ ভোট।অপর প্রার্থী তবারক আলী টেবিল প্রতিকে পেয়েছেন ৫৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম হরিণ প্রতিকে ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী প্রার্থী মোঃ ছবুর মিয়া তপুর চশমা প্রতিকে পেয়েছেন ১১২ ভোট।অপর প্রার্থী আব্দুল বাছিত ছায়াদ চাকা প্রতিকে ভোট পেয়েছেন ৪৬।
সহ সাধারণ সম্পাদক পদে আব্দুল আলীম সেবুল জগ প্রতিকে ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রার্থী মোঃ সফর আলী শাপলা প্রতিকে পেয়েছেন ১২৮ ভোট।
কোষাধ্যক্ষ পদে আজির উদ্দিন সাব্বির মোরগ প্রতিকে সবচেয়ে বেশি ২৩৯ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ শাহ আলম তালাচাবি প্রতিকে ভোট পেয়েছেন ৮২।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে বদরুল ইসলাম ফুটবল প্রতিকে ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম মোঃ সালা উদ্দিন আম প্রতিকে পেয়েছেন ১১১ ভোট।অপর প্রার্থী মানিক মিয়া মাছ প্রতিকে পেয়েছেন ২৭ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুর রশিদ দোয়াত কলম প্রতিকে ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাদেক হোসেন বই প্রতিকে পেয়েছেন ৯৮ ভোট।
দপ্তর সম্পাদক পদে আব্দুল মতিন আপেল প্রতিকে ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নুর মিয়া গোলাপ ফুল প্রতিকে পেয়েছেন ১২২ ভোট।
সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে বিজয়ী ৩ জন যথাক্রমে মনফর আলী ডাব প্রতিকে ২০৬ ভোট পেয়ে ১ম,রহিম আলী মাইক প্রতিকে ১৫৯ ভোট পেয়ে ২য় এবং কানাই রাম বৈদ্য টিউবওয়েল প্রতিকে ১৪৩ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
সদস্য পদে একমাত্র পরাজিত প্রার্থী আব্দুল হাকিম চৌধুরী বাঘ প্রতিকে পেয়েছেন ১২২ ভোট।
নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা আজিজুল ইসলাম খান
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী,সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দঃসাগরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী ও ভৈরববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছ উদ্দিন।পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহঃ শিক্ষক রাজিয়া সুলতানা রুনি,পিংকু চন্দ্র পাল,মতিউর রহমান,শাহ জাহান কবির।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সারাদিন জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি দল তদারকি করেন।
ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ ফলাফল ঘোষণা করে বলেন,আজকে সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ট একটি নির্বাচন হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য ফুলতলা বাজারের সকল ব্যবসায়ি,প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ফুলতলা বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধি গণ কে শুভেচ্ছা জানিয়ে বলেন আগামীদিন আপনাদের নেতৃত্বে উক্ত বাজারের পরিবেশ আরও সুন্দর হবে এ প্রত্যাশা রইলো।

সিরাজুল ইসলাম / হাকালুকি

Sharing is caring!

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031