• [english_date] , [bangla_date] , [hijri_date]

১১০ টি ঘর উপহার পাচ্ছে কুলাউড়ার ভূমিহীন মানুষ

নিউজ ডেস্ক
প্রকাশিত January 23, 2021
১১০ টি ঘর উপহার পাচ্ছে কুলাউড়ার ভূমিহীন মানুষ

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দৃষ্টিনন্দন পাকা ঘর পাচ্ছে ১১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, মুজিববর্ষ উপলক্ষে শনিবার উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ৮টি ইউনিয়নে সরকারের খাস জমিতে নির্মিত ১১০টি ভূমিহীন ও গৃহহীন প্রতি পরিবারকে ২ শতাংশ খাস ভূমির মালিকানার কাগজপত্রসহ পাকা ঘর হস্তান্তর করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, প্রধানমন্ত্রীর উপহারের প্রত্যেকটি মানসম্পন্ন পাকা ঘরের নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

তিনি আরও জানান, উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে ৩০টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩৩টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, হাজীপুর ইউনিয়নে ৮টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৩টি, টিলাগাঁও ইউনিয়নে ১৫ এবং ভাটেরা ইউনিয়নে ৪টিসহ মোট ১১০টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

এআর/হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031