• [english_date] , [bangla_date] , [hijri_date]

শেরে বাংলা স্বর্ণপদক পেলেন শ্রীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল হক

নিউজ ডেস্ক
প্রকাশিত January 15, 2021
শেরে বাংলা স্বর্ণপদক পেলেন শ্রীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল হক

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ কুলাউড়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি, মৌলভীবাজার জেলা জামিয়াতুল মোদাররিছিনের সহ-সভাপতি মাওলানা মোঃ শামসুল হক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা স্বর্ণপদক পেয়েছেন।

সম্প্রতি ঢাকা সেগুন বাগিচায় শেরে বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হয়। সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাচাই করে নির্বাচিতদের শেরে বাংলা স্বর্ণপদক প্রদান করা হয়। গতবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড এবং মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং দ্বিতীয় বার মৌলভীবাজার জেলার কুলাউড়ার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারি ভাবে স্বীকৃতি ও পুরস্কৃত হয়েছেন। শিক্ষা জীবনে তিনি কৃতিত্বের সাথে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘ ৩৬ বৎসর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে শ্রীপুর মাদ্রাসার প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। এক প্রতিক্রিয়ায় মাওলানা শামসুল হক বলেন, শ্রীপুর মাদ্রাসার সার্বিক উন্নতিতে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাতা ও সদস্য এবং শুভাকাঙ্খী ব্যক্তিবর্গের অবদানের কথা স্বরণ করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সিরাজুল ইসলাম / হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031