• [english_date] , [bangla_date] , [hijri_date]

জায়ফরনগর তরুণ সংঘের ‘আলোকিত জায়ফরনগর’ কর্মসূচী বাস্তবায়ন

নিউজ ডেস্ক
প্রকাশিত February 1, 2021
জায়ফরনগর তরুণ সংঘের ‘আলোকিত জায়ফরনগর’ কর্মসূচী বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক :: ১৯৭২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমাজের সেবামূলক কাজ করা মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জায়ফরনগর তরুণ সংঘের উদ্যোগে এবার আলোকিত হলো জায়ফরনগর গ্রাম।ক্লাবের সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায় জায়ফরনগর গ্রামের সব প্রধান রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। রাতের অন্ধকারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি কমিয়ে আনতে সংগঠনের উপদেষ্টা থেকে সদস্য সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কর্মসূচীটি বাস্তবায়িত হয়। প্রায় দেড়লক্ষ টাকা খরচ করে এলাকার পয়েন্টগুলোতে ৮০ টির মত লাইটের ব্যবস্থা করা হয়েছে, আরও ২০ টি লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। এলাকার বিত্তশালী এবং প্রবাসীরা তাদের এ কাজে অর্থায়ন করেছেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক অমিত আল হাসান জানান, ক্লাবের সমাজসেবা কাজের প্রদক্ষেপ স্বরুপ ক্লাবের সভায় কয়েকদিন আগে সিদ্ধান্ত হয় আমাদের গ্রামে লাইটস্থাপন করার। এ গ্রামের রাস্তা দিয়ে পাশ্ববর্তী চাটেরা, পূর্ব জায়ফর নগর সহ ৩-৪ গ্রামের মানুষ যাতায়াত করেন। পাশাপাশি ১৮ পঞ্চায়েত নিয়ে গঠিত একটি ইদগাহ এবং মাজার রয়েছে এ এলাকায় তাই সব সময় এ রাস্তায় মানুষের চলাচল থাকে। সকলের সুবিধার্তে আমরা অর্থ সংগ্রহ করে নিজস্ব বিদ্যুতিক মিটার বসিয়ে লাইট স্থাপন করেছি। প্রতি মাসের বিদ্যুতিক বিল আমাদের ক্লাবের সদস্যদের টাকায় দেওয়া হবে।
সংগঠনের উপদেষ্টা, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ বদরুল ইসলাম বলেন, আমাদের গ্রামের ছেলেরা সব সময় এ রকম মহৎ কাজ করে আসছে। তাদেরকে উৎসাহ দিলে ভবিষ্যতে আরও সুন্দর, মহৎ কাজ করতে পারবে বলে মনে করি। সমাজে যেকোন ভালো কাজে তাদের সাথে আমার সম্পৃক্ততা থাকবে ইনশাআল্লাহ।

এমএইচ/হাকালুকি

Sharing is caring!

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031