• [english_date] , [bangla_date] , [hijri_date]

জুড়ী ফুলতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত February 10, 2021
জুড়ী ফুলতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: জুড়ী ফুলতলা সড়কে দীর্ঘদিন সংস্কার কাজ বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।
আজ দুপুর ১২ টায় সড়কের ভবানীপুর নামক স্হানে শত শত বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি রাস্তায় ফেলে এ অবরোধ পালন করেন।
অবরোধ পালন কালে এলাকার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও গণ্যমানব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। এ সময় অসংখ্য যানবাহন আটকা পড়ে মানুষের ভোগান্তি হলে ও ক্ষুব্ধ জনতা অবরোধে সমর্থন দিয়ে পায়ে হেটে প্রতিবাদ জানান। অবরোধ চলাকালে উপস্হিত জনতার উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ।
আন্দোলনকারীরা জানান, ওয়াহিদ কনস্টট্রাকশন নামে একটি ঠিকাদরি প্রতিষ্ঠান প্রায় ৮০ কোটি টাকা বাজেটের এই জুড়ী ফুলতলা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। গত তিন বছর যাবত এ এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্গতি ভোগ করছে। জায়ফরনগর, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের শত শত মানুষ ধুলোবালির কারণে স্বাসকষ্ট, হাঁপানি, সর্দি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মতো পরিস্হিতি সৃষ্টি হয়েছে। ঠিকাদার এই রাস্তার কাজের শুরু থেকে প্রচুর অনিয়ম ও দুর্নীতি করে নিম্নমানের কাজ করছে। বার বার তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ও কোন সুরাহা হচ্ছেনা। কে এই প্রভাবশালী ঠিকাদার। জনগণ জানতে চায়। জনগণ রুখে দাঁড়ালে তার বিষদাঁত উপড়ে ফেলা হবে। অচিরেই কাজ শেষ না করলে উপজেলার ৬ টি ইউনিয়নের মানুষ বৃহৎ আন্দোলনে মাঠে নামবে।
বক্তারা এ ব্যাপারে জুড়ী বড়লেখার অবিভাবক, চার বারের নির্বাচিত সংসদ সদস্য, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সিলেট বিভাগের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার তুষার কান্তি এর কাছে মুঠোফোনে অভিযোগ করে দৈনিক হাকালুকি। জবাবে তিনি জানান, সরকারের পক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। আমরা একশন নিচ্ছি, অবগতির জন্য ধন্যবাদ।

সিরাজুল ইসলাম / হাকালুকি

Sharing is caring!

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031