• [english_date] , [bangla_date] , [hijri_date]

কুলাউড়ায় মেয়র প্রতিদ্বন্দ্বী শাজানের ভোট পুনঃগণনার দাবি

নিউজ ডেস্ক
প্রকাশিত January 19, 2021
কুলাউড়ায় মেয়র প্রতিদ্বন্দ্বী শাজানের ভোট পুনঃগণনার দাবি

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শনিবার১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (জগ) প্রার্থী শাজান মিয়া এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভোট পুনঃগণনার দাবী জানিয়েছেন।

রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী শাজান মিয়া অভিযোগ করে বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে নির্বাচনের দিন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। নৌকা প্রার্থী তার ক্যাডার বাহিনী নিয়ে কেন্দ্রে জোর পূর্বক ঢুকে জাল ভোট প্রদান করেছে। এছাড়া বিচ্ছিন্নভাবে বিভিন্ন সেন্টারে ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দিয়ে ২ নং ও ৫ নং কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট প্রদান করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ফলাফল ঘোষণার পূর্বে তার বিজয় নিশ্চিত জেনে ২নং ও ৫নং কেন্দ্রের ফলাফল আটকে রেখে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভোট পুনঃগণনার জোর দাবী জানান। অন্যথায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

উল্লেখ্য, কুলাউড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে দ্বিমুখী লড়াইয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ৪৮৩৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (জগ) প্রতীকের প্রার্থী শাজান মিয়াকে ১৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র (জগ) প্রতীকের প্রার্থী শাজান মিয়ার প্রাপ্ত ভোট ৪৬৮৫।

এআর/হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031