• [english_date] , [bangla_date] , [hijri_date]

কুলাউড়া শ্রীপুরের সেই নৈশ প্রহরীর বিরুদ্ধে প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত January 25, 2021
কুলাউড়া শ্রীপুরের সেই নৈশ প্রহরীর বিরুদ্ধে প্রতিবাদ

গত ২৩ তারিখে শ্রীপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ব মুহূর্তে স্কুলের নৈশপ্রহরী বিপুল বিশ্বাস তাবিজাত করে আতিকুর রহমান সোহেল নামের একজন প্রতিযোগীকে পরীক্ষায় অংশ গ্রহন থেকে বিরত রাখার হীন প্রচেষ্টার ফলে নিয়োগ পরীক্ষা ভন্ডুল হয়ে যায়। যদ্দরুন এলাকায় বিশৃঙ্খল পরিবেশ ও থমথমে অবস্থা বিরাজ করে।পরে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় বাবু বিপুল কে উদ্ধার করে বিহিত ব্যবস্হা করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার দায় স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে চালান দেওয়া হয়। অপরদিকে আতিকুর রহমান সোহেল সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা করে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানান। এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্হা গ্রহন না করায় সচেতন এলাকাবাসী ফুঁসে ওঠে এবং প্রায় সহস্রাধিক মানুষের উপস্হিতিতে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অদ্য ২৫/১/২০২১ইং বিকাল ৩ ঘটিকায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে বর্বোরোচিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে মানববন্ধনে একাত্মতা পোষন করে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন ও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রতিষ্টানের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করে বক্তব্য প্রদান করেন – জয় খান আতিক, শিক্ষক ওবায়দুর রফিক তপন, সাইফুল ইসলাম সেফুল, তরিকুজ্জামান তরিক, মুহিতুর রহমান ফখরু, আবুল কালাম বাচ্চু, লিটন আহমদ, জিষ্ণু রায় চৌধুরী, লুৎফুর রহমান, মোঃ বদরুল হোসেন খান, জয়নাল আবেদীন খান প্রমুখ।

সিরাজুল ইসলাম / হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031