• [english_date] , [bangla_date] , [hijri_date]

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত February 26, 2021
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ ২০২১-২০২২ ইং সনের নির্বাচনে জনাব কামরেল আহমেদ চৌধুরী সভাপতি ও জনাব মোঃ আব্দুল খালিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অদ্য বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি), ২০২১ ইং সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির নব নির্মিত ১ নম্বর বার হলের ৪ তলায় দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩৮৫ জন ভোটারের মধ্যে ২৪৬ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ১৫ জন আইনজীবী প্রার্থী।

রাত ৮.০০ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিজ্ঞ সিনিয়র আইনজীবি বাবু ভূপতি রঞ্জন চৌধুরী। এসময় তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার জনাব আব্দুল মোমিত চৌধুরী।

ঘোষিত ফলাফল অনুযায়ী জনাব কামরেল আহমেদ চৌধুরী ১৭৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হোন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মিজানুর রহমান ১৩৩ ভোট এবং মো: আমিরুল ইসলাম ২৯ ভোট পেয়েছেন। বাবু ডাডলী ডেরিক প্রেন্টিস ১৮৩ ভোট পেয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হোন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মো: আব্দুল মতিন চৌধুরী পেয়েছেন ১৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের বাসিন্দা,জুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মো: আব্দুল খালিক ২১০ ভোট পেয়ে বিজয়ী হোন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: মাহবুবুল আলম রুহেল পেয়েছেন১২৭ ভোট। সহ সম্পাদক (সাধারণ) পদে জুড়ী উপজেলার আরেক সুযোগ্য রাজনীতিবিদ,জুড়ী কামিনীগন্জবাজার নিবাসী ও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মো: মাহবুবুল আলম (২)শামীম ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হোন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু তপন চন্দ্র পাল তপু পেয়েছেন ১৫৮ ভোট। অপরদিকে সমিতির ২টি পদ যথাক্রমে সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বাবু সুমন দাস ও সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে বিজয়ী হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজী।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৫টি পদে এড. আশফাক আহমেদ অনিক ২৬৭ ভোট পেয়ে ১ম,এড. সজল চন্দ্র দেব ২৫৭ ভোট পেয়ে ২য়, এড. ইমরান মিয়া লস্কর ২৪৬ ভোট পেয়ে ৩য়, এড. সাকির আহমেদ ২৩৬ ভোট পেয়ে ৪র্থ এবং এড. সুবিনা আক্তার ২২৯ ভোট পেয়ে ৫ম হোন ।

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং বিজয়ী সকল বিজ্ঞ আইনজীবিদের অভিনন্দন জ্ঞাপন করা হয়।

জুড়ী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়ী কমিটির সকল সদস্যদের কে এবং বিশেষকরে জুড়ী উপজেলার দু’জন কৃতি সন্তানকে গুরুত্বপূর্ণ পদে বিপুল ভোটে বিজয়ী করায় আইনজীবি সমিতির সকল ভোটারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সিরাজুল ইসলাম / হাকালুকি

Sharing is caring!

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031