• [english_date] , [bangla_date] , [hijri_date]

কবিতা: নিতান্তই একঘেয়েমী, কলমে: রাজীব রাজু

প্রকাশিত January 14, 2021
কবিতা: নিতান্তই একঘেয়েমী, কলমে: রাজীব রাজু

তোমায় বড্ড ভালোবাসি সেটা অনেকের কাছে মানিয়ে নিতে কষ্ট হয়।
দিন শেষে সবাই যখন পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরে
তখন আমিও সেই কালো চাদঁরে আগলে রাখা অনুভুতি গুলো নিয়ে নতুন স্বপ্ন দেখি।
কতো অপবাদ আর কতো অনিয়মের কথা শুনতে হয়।
শুনতে হয় জীবন পরিবর্তন করতে হলে নাকি নতুনের আগমন ঘটাতে হয়।
আচ্ছা বলতো? জীবন নামের উপন্যাসের পরিবর্তন ঘটাতে হলে নব অতিথির অতি জরুরি?
নাকি প্রাক্তন শব্দটা গহীন থেকে মুছে ফেলার অন্যতম হাতিয়ার হলো নতুন অতিথি?
সত্য ভালোবাসার পরিনাম যে বরাবর করুন হয় সেটা বুঝায় কেমনে।
আমার কাছে পাশ্চাত্যের সামাজিক রীতিনীতি, শ্রেণী বৈষম্য, রুপের অহংকার সবি তুচ্ছ মনে হয়।
হ্যাঁ, তুচ্ছ মনে হয়।
আমি নিতান্তই একঘেয়েমী।
কোন নতুন অতিথি আসবে না বলে আজো অনিশ্চিত, ঠিকনাহীন চিরকুট লিখি। কেউ এই নিবাসে আসার পূর্বে দেখুক আমার একটা তুমি আছে।
আর তাদের ভাষায় প্রাক্তন।
আচ্ছা তোমার দর্শন পাওয়ার জন্য কোন ব্রত করতে হবে?
নাকি শেষ জীবনে ওপারে গিয়ে সঙ্গী হবে?
তোমায় ঘীরে তাদের ভুল মন্তব্য আমার আর ভালো লাগে না।
আমি নিতান্তই এক কেন্দ্রীক হয়েগেছি, এক ঘেয়েমী হয়ে গেছি কেউ আমাকে স্পর্শ করুক না।
আমার রাত জাগা অনিয়ম এখন নিয়মে পরিনত হয়েছে।
এক মুঠো নীল দিয়ে একেঁছি তোমার প্রতিচ্ছবি। সে প্রতিচ্ছবিতে আমি দেখতে পাই অমাবশ্যার মাঝেও ঝাপসা আলো।

Sharing is caring!

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031