• [english_date] , [bangla_date] , [hijri_date]

রাজনগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত December 17, 2020
রাজনগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রাজনগর প্রতিনিধি:: বিজয়ের প্রথম প্রহরে শহিদ স্মরণে রাজনগর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ পতাকা উত্তলন ও খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে, বিজয় দিবস-২০২০ উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, রাজনগর থানা, উপজেলা সাব জোনাল বিদ্যুৎ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অন্যান্যরা পুস্পক অর্পন করে শ্রদ্ধাঞ্জালি প্রদান করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার জনাবা প্রিয়াঙ্কা পাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাবা উর্মি রায়, আওয়ামীলীগের রাজনগর উপজেলা সভাপতি আলহাজ্ব মিসবাহ উদজ্জামান ভেলাই, সাধারণ সম্পাদক মিলন বকত, উপজেলা চেয়ারম্যান শাহাজান খান, ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেক আহমেদ, যুক্তরাজ্য কেমডেন আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক ও ৫নং রাজনগর (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শিপলু আহমেদ, সেচ্ছাসেবক লিগের সহ সভাপতি ও ৫নং রাজনগর ( ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম সোহেল , যুবলীগ সভাপতি ময়নু খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, ও ৫নং রাজনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সেলিম আহমেদ, ও মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া ও রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেক আহমেদ ও আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগের নেত্রী বৃন্দ।

ও মুন্সিবাজার খলাগাঁও করিমপুর উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্কুলের শিক্ষক বৃন্দ। এবং মুন্সিবাজার ইউনিয়ন এর ধরের বাড়ি বদ্ধ্য ভুমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহিদদের পরিবারের লোকজন ও রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম প্রমুখ।

মোস্তফা বকস্ / হাকালুকি

Sharing is caring!

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031